হিউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে নেমে পড়তে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি ভেবেছিলেন, অতিথি রাষ্ট্রপ্রধান হয়ে সেখানে গিয়ে ট্রাম্পের পক্ষে নির্বাচনী প্রচারে নামলে ডেনাল্ড ট্রাম্প বেশ খুশিই হবে। বিনিময়ে কাশ্মীরসহ নানা ক্ষেত্রে মার্কিন সাহায্য পাওয়া যাবে।মোদির এই চিন্তা ভাবনায় জল ঢেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।পরেরদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকের পরে আবারও কাশ্মীর প্রশ্নে মধ্যস্থতার প্রস্তাব দেন ট্রাম্প। ভারতীয় কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃতীয়বারের মতো প্রস্তাব দিয়ে কার্যত পাকিস্তানের পক্ষ নেওয়ায় ট্রাম্প আরও একবার নয়াদিল্লিকে অস্বস্তিতে ফেললেন।