নিজের কোলের শিশুকে অহেতুক হাঁটা শেখাতে গিয়ে বেধড়ক মারধোর করলেন গুণধর বাবা। জর্ডানের এমন একটি ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় প্রকাশিত হলে মুহুর্তেই ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় মধ্যবয়সী এক ব্যাক্তি তার শিশু কন্যাকে হাঁটা শেখাতে বারবার ব্যর্থ হয়ে তাকে মারধর করছেন। নেট দুনিয়ায় তা ছড়িয়ে পড়লে অনেক সেলিব্রেটিও সেটি শেয়ার করেন। কেউ কেউ ইউনিসেফ, জাতিসংঘের মতো সংস্থাকে ট্যাগ করেছেন। যারা ইতোমধ্যে শিশু অধিকার নিয়ে কাজ করছে। একজন লেবানিজ সেলিব্রেটি নাদিন জিম ভিডিও শেয়ার করে বাবার শাস্তির দাবি জানান। তার পোস্টের মাধ্যমে শিশুটিকে রক্ষার জন্য সরকারসহ বিভিন্ন মহলকেও আহ্বান জানান। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ১.২ মিলিয়ন ভিউ হয়েছে। ইউসেফস্টিভ নামে এক টুইটার ব্যবহারকী বলেন, 'আমরা চাই সরকারের কাছে আমাদের এই প্রতিবাদ পৌঁছে যাক। আমরা এমন হিংস্র পিতার ফাঁসির দাবি জানাই এবং শিশুটির সুরক্ষা চাই।' ভাইরাল হওয়া এ খবর সর্বত্র ছড়িয়ে গেলে জর্ডান সরকার জানায় লোকটিকে খুঁজে পাওয়া যায়নি। তবে তাকে সনাক্ত করা গিয়েছে। তাদের দাবি অনুযায়ী অত্যাচারী এই বাবা একজন ফিলিস্তিনি নাগরিক যিনি বর্তমানে সৌদি আরব থাকেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct