বাড়ি বারাণসীতে। নাম কৈলাস সিং। তিনি নাকি দীর্ঘ ৪৫ বছর ধরে স্নান করেননি। তার মতে, একমাত্র পুত্রসন্তানই তাঁকে স্নান করাতে পারবে। ১৯৭৪ সাল থেকে তিনি আজ পযন্ত স্নান করেননি। আসলে সেই বছরই বিয়ে হয়েছিল তার। কৈলাসের দাবি, এক সাধু তাকে বলেছিলেন, স্নান না করলে তিনি পুত্রসন্তান লাভ করবেন। আদেশ শিরোধার্য করে তিনি স্নান বন্ধ করে দেন। বাস্তবে সাধুর ভবিষ্যৎবাণী ফলেনি। কৈলাসের সাতজন সন্তানই মেয়ে। স্নান না করেও পুত্রসন্তান পাননি তিনি। স্ত্রী কলাবতী দেবী বিদ্রোহ ঘোষণা করেছেন। একসঙ্গে না থাকার হুমকি দিয়েছেন। কিন্তু কোনও লাভ হয়নি। স্নান করার জন্য বলে বলে হাল ছেড়ে দিয়েছেন তার মেয়েরাও। কিন্তু তাতেও টলানো যায়নি কৈলাসকে। এ বিষয়ে কৈলাসের বক্তব্য, ' একমাত্র পুত্রসন্তানই আমাকে স্নান করাতে পারবে। এ জন্মে না হলে পরের জন্মে পুত্রসন্তানের পিতা হয়ে স্নান করবো আমি।'