পুকুর থেকে জীবন্ত কুমিরকে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের রাজশাহীর বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদফতর এবং চারঘাট ফায়ার সার্ভিসের আলাদা দুটি দল সকাল থেকে বিকাল পর্যন্ত চেষ্টা চালিয়ে বিকাল ৫টার দিকে কুমিরটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। নদীতে থাকা কুমির ডাঙায় চলে আসার খবরে আশের পাশের বিভিন্ন এলাকা প্রচুর মানুষ কুমির দেখতে ভিড় জমাতে থাকে পুকুরপাড়ে। স্থানীয় প্রশাসন জনতার ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছিল। তবে কুমিরটি কারো কোন ধরনের ক্ষতি করতে পারেনি। পুকুর পাড়ের মালিক গিয়াস উদ্দিনের ছেলে প্রত্যক্ষদর্শী মনিমুল ইসলাম জানান, সকাল ৭ টার দিকে ঘুম থেকে উঠে বাইরে এসে পুকুরে দিকে তাকাতেই দেখেন একটি কুমির মাঝে মাঝে মাথা উচু করে পাড়ের দিকে আসছে। এসময় চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে তারাও দেখতে পায় কুমিরটিকে। সংবাদ দেওয়া হয় ফায়ার সার্ভিসসহ স্থানীয় প্রশাসনকে। দুপুর সাড়ে ১২ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাজশাহীর বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদফতরের সদস্যরা। এরপর দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে জীবন্ত কুমিরটিকে উদ্ধার করেন তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct