অবশেষে এদিনই কয়েক দশকের পুরানো গীর্জাসহ মন্দিরকে আনুষ্ঠানিকভাবে আইনি স্বীকৃতি দেওয়া হল আবু ধাবিতে।আইনি স্বীকৃতি পাওয়া অমুসলিম সম্প্রদায়ের উপাসনালয়ের মধ্যে রয়েছে ১৭টি গির্জা এবং একটি সনাতন ধর্মাবলম্বীদের মন্দির। সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী আবু ধাবির আমিরাত প্রাসাদে আজ ঐতিহাসিক এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্বীকৃতি প্রদান করা হয়। আবু ধাবির কমিউনিটি ডেভলাপমেন্টের চেয়ারম্যান ডঃ মুগীর আল খাইলি বলেন, 'কয়েক দশক ধরে, আমরা সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন সম্প্রদায়ের লোকদের স্বাগত জানিয়েছি। সংযুক্ত আরব আমিরশাহীতে সকল সম্প্রদায়ের মানুষের সহাবস্থানের জন্য উন্মুক্ত করে দিয়েছি। আবু ধাবি এখন সাম্প্রদায়িক সহনশীলতা ও সহ-অস্তিত্বের জন্য একটি শীর্ষস্থানীয় মডেল। সংযুক্ত আরব আমিরশাহী সাম্প্রদায়িক ঐক্যে বিশ্বাস করে। দেশের উন্নয়নে যারা অবদান রেখেছিল তাদের প্রত্যেককে অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহী। সংযুক্ত আরব আমিরশাহী দীর্ঘকাল ধরেই উপাসনালয় প্রতিষ্ঠা করাকে স্বাগত জানানো হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের বৈচিত্র্য এবং মূল্যবোধের প্রতি দেশের সম্মানকে প্রতিফলিত করে। আমাদের এই নতুন উদ্যোগের ফলে এখন অমুসলিম উপাসনালয়গুলি এক ছাতার আওতায় কাজ করতে পারবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct