মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর নতুন ডিরেক্টর হলেন ক্রিস্টোফার রে। মঙ্গলবার মার্কিন সিনেটে ৯২-৫ ভোটে তাকে সমর্থন দেয় সিনেটররা। দায়িত্ব বিচার বিভাগের প্রাক্তন আইনজীবী ক্রিস্টোফার রে৷ এফবিঅই প্রধান জেমস কোমি বরখাস্ত হওয়ার তিনমাস পরে নতুন ডিরেক্টর হিসেবে দায়িত্বভার নিলেন ক্রিস্টোফার৷ অভিযোগ উঠে, ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে বিবাদের জেরেই পদচ্যুত হন কোমি। ৯ মে তার বরখাস্তের পর বিশেষ কাউন্সিল রবার্ট মুলারকে রুশ সংযোগ নিয়ে এফবিআইকে নিয়ে তদন্তের দায়িত্ব দেয় বিচার বিভাগ। ফলে এবার মুলারের সঙ্গে এই তদন্তে থাকছেন ক্রিস্টোফার৷
এর আগে ২০০০ সালে এনকর্প কর্পোরেশনের প্রতারণা মামলাতে কোমির সঙ্গে কাজ করেছিলেন ক্রিস্টোফার রে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সময় বিচার বিভাগে অ্যাটর্নি জেনারেলের সহযোগী হিসেবেও দায়িত্বপালন করেছিলেন রে। তাকে এফবিআই প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য সমর্থন দিয়েছেন ওবামা প্রশাসনে কাজ করা দুই ডেমোক্রেটও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct