ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস মনে করেন, নেইমারের এখনই উচিত রিয়াল মাদ্রিদের হয়ে খেলা। বিশ্ব ফুটবলে রিয়াল মাদ্রিদের বর্তমান ভরাডুবি দেখে এই মন্তব্য করলেন প্রাপ্তন রিয়াল মাদ্রিদ খেলোয়াড় কার্লোস।
মরসুমের শুরুতে নেইমারকে পাওয়ার জন্য ঝাঁপিয়াছিল মূলত দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে। যদিও, পিএসজি শেষ অবধি নেইমারকে ছাড়েনি।
কার্লোস বলেন, ‘নেইমার রিয়াল মাদ্রিদে এলে নিজেকে আর ভালোভাবে মেলে ধরতে পারবে। রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা ক্লাবের একটি। যে কোনো খেলোয়াড় রিয়ালের জার্সি পরতে চায়। আমি মনে করি নেইমারও এর ব্যতিক্রম নয়।’
রবার্তো কিন্তু নেইমারের পিএসজিতে থেকে যাওয়াতেও কোনো সমস্যা দেখছেন না। বললেন, ‘নেইমার এখন প্যারিসে সুখেই আছে। কিছুদিনের মধ্যেই সে আবার নিজের ছন্দ ফিরে পাবে।’
তিনি স্বদেশি নেইমারকে বিশ্বসেরাদের তালিকায় রাখছেন। এই তালিকায় তিনি নেইমারকে মেসি, রোনাল্ডোর সমকক্ষ বলে মনে করছেন। তিনি বলেন, ‘এই সময়ে মেসি,রোনাল্ডো, নেইমার ও এমবাপ্পেকে কোনো সন্দেহ ছাড়াই বিশ্বের সেরা চার খেলোয়াড় বলা যেতে পারে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct