ফের দিল্লির অক্ষরধাম মন্দিরের হামলা উস্কে দিল রোববার। ২০০২ সালের ২৪ সেপ্টেম্বর জঙ্গিরা নির্বিচারে গুলি চালানোর ঘটনায় এনএসজি কামান্ডো সহ ৩৩ জনেরমৃত্যু হয়েছিল। সেই ঘটনার স্মৃতি ফের সামনে এল রোববার। এদিন দিল্লির অক্ষর ধাম মন্দিরের কাছে কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়।
ইন্ডিয়া টিভি সূত্রে জানা গেছে, পুলিশ রাস্তায় একটি সন্দেহ ভাজন গাড়ি থামালে তার ভিতরে থাকা চারজন দুষ্কৃতী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তারপর তারা গীতা কলোনির দিকে পালিয়ে যায়। পুলিশ ওই দুষ্কৃতীদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে।
উল্লেখ্য, ২০১৪ সালে ৬ জনকে নির্দোষ ঘোষণা করলেও কিছুদিন আগে অক্ষর ধাম হামলায় প্রধান অভিযুক্ত ইয়াসিন ভাটকে গুজরাত থেকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনার পর এই ঘটনায় উদ্বেগ সৃষ্টি হলেও কোনো জঙ্গি যোগ আছে কিনা এখনো জানা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct