মায়ানমারের উপর নিষেধাজ্ঞা জারির দাবি তুলল ইউরোপীয় পার্লামেন্ট। মায়ানমারের ওপর সার্বিকভাবে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সাংসদরা। একই সঙ্গে মিয়ানমারের সেনা ও নিরাপত্তা বাহিনীর জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ, বিক্রি ও আদান-প্রদান এবং তাদের প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা বন্ধের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে এই নিয়ে এক প্রস্তাব পেশ হয়।
রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির ওপর আনা প্রস্তাবটি ৫৪৬-১২ ভোটে পাশ হয়। ভোট দেননি ৯৪ জন সাংসদ।
এছাড়া মায়ানমারের সেনাবাহিনীর হাতে রোহিঙ্গা হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের পূর্ববর্তী ও সাম্প্রতিক সব ঘটনার কঠোর নিন্দা জানানো হয়।
উল্লেখ্য, মায়ানমার সেনাবাহিনীর হত্যার ভয়ে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে ২০১৭ সাল থেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct