হুঁশিয়ারি দিলেন হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ। ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে সৌদি আরব ও আবুধাবি ধ্বংস হয়ে যাবে। এক ভাষণে এ হুশিয়ারি দিয়েছেন তিনি।হাসান নাসরুল্লাহ আরও বলেন, ‘হুতিদের একটি হামলায় সৌদি তেল স্থাপনার যে বিশাল ক্ষতি হয়েছে তা থেকে একথা অনুমান করা যায় যে, ইরান হামলা শুরু করলে পরিস্থিতি কতো ভয়াবহ আকার ধারণ করবে।’ সম্প্রতি সৌদি আরবের রাষ্ট্রনিয়ন্ত্রিত আরামকোর দুটি তেলক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে আগুন ধরে যায় তেলক্ষেত্রে। আবকাইক ও খুরাইস প্রদেশে অবস্থিত তেলক্ষেত্র দুইটি। হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে মার্কিন বিদেশমন্ত্রী মাইক পম্পেও দাবি করছেন, ইরান থেকে এই হামলা করা হয়েছে।
এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'সৌদি আরবের তেল স্থাপনায় হামলার জবাব দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। এরই ধারাবাহিকতায় সৌদিতে সেনা মোতায়েনের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া সংযুক্ত আরব আমিরশাহীতেও সেনা মোতায়েন করবে মার্কিন প্রশাসন। তবে দেশ দুইটিতে কতজন সেনা মোতায়েন করা হচ্ছে তা উল্লেখ করা হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct