উত্তর কাশ্মিরি শহর সোপোরের বাজার এখন জনশূন্য। সাধারণত এই সময়ে সেখানকার বাজারে লোকে লোকারণ্য থাকে। কারণ এখন সেখানে কাশ্মীরের উৎপাদিত আপেল বিক্রি হয়। আপেল কেনার জন্য ট্রাকের ভিড় লেগে থাকে। এখন জম্মু ও কাশ্মির উপত্যকাজুড়ে বাগানগুলো আপেলে ভরপুর। কিন্তু এবার আপেলগুলো বিক্রির সুযোগ না থাকায় তা পচে যাচ্ছে। বিশ্বের বৃহত্তম আপেল চাষকারী অঞ্চলগুলোর মধ্যে অন্যতম কাশ্মীর। রাজ্যের বিশেষ সাংবিধানিক মর্যাদা বিলুপ্ত করার পরে কয়েক সপ্তাহব্যাপী অবরোধ ছিল। এতে কাশ্মীরের সাথে ভারত ও বিদেশের ক্রেতাদের পরিবহন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফল চাষকারী ও ফল ব্যবসায়ীরা বলেছেন, এসব অস্থিতিশীলতা ফলচাষ শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।
আপেল হলো কাশ্মীরের অর্থনীতির প্রাণ। উপত্যকার প্রায় অর্ধেক জনসংখ্যা আপেল উৎপাদন ও বিক্রি কেন্দ্রিক অর্থনীতির সাথে জড়িত। কৃষকরা ও ফল ব্যবসায়ীরা বলেছেন, তাদের ফসলগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের পণ্য বাজারে আনতে পাশাপাশি দেশের অন্যান্য অংশে পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ কেউ বলেছেন যে জঙ্গি সংগঠনগুলো কাশ্মিরিদের কাজ বন্ধ করার হুমকিও দিয়েছে। সোপোরের চারপাশে বাগানের পর বাগানে আপেল গাছের নিচে আপেল পচে পড়ে আছে, ঝুলে আছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct