ক'দিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুকারবার্গের সঙ্গে দেখা করেছেন। এবং সেই সাক্ষাতের একটি ছবি টুইটারে পোস্ট করেন। সেখানে দেখা গিয়েছে, হাত মিলিয়ে জুকারবার্গের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন ট্রাম্প। ছবিটির ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, ওভাল অফিসে দারুণ সাক্ষাৎ হ ফেসবুকের মার্ক জুকারবার্গের সঙ্গে। তাদের এই সাক্ষাৎ প্রসঙ্গে জানা গিয়েছে, ওভাল অফিসের ওই সাক্ষাৎকারে জুকারবার্গকে ফেসবুক ভেঙে দেওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ট্রাম্পের সেই আহ্বান তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যানও করেন মার্ক জুকারবার্গ। ওই সাক্ষাৎকারে ট্রাম্প ও জুকারবার্গের মধ্যে ভবিষ্যৎ ইন্টারনেট নিয়ন্ত্রণ এবং এ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ফেসবুকের একজন মুখপাত্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বছর জুড়েই ফেসবুকের বিরুদ্ধে ওঠা প্রতিযোগিতা, ডিজিটাল প্রাইভেসি, সেন্সরশিপ ও রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে স্বচ্ছতার আইনি প্রশ্নে জর্জরিত জুকারবার্গ। এছাড়া বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে সরকারি তদন্তের মুখেও পড়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচালনাকারী সংস্থাটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct