রাশিয়া অার অামেরকির ঠান্ডা লড়াই অব্যাহত রয়েছে৷ বিশ্বের এই দুই পরাশক্তির দ্বন্দ্ব নতুন নয়৷ এবার
রাশিয়ায় কর্মরত ৭৫৫ জন মার্কিন কূটনীতিককে অবিলম্বে দূতাবাস ছেড়ে চলে যেতে বলেছে রাশিয়া৷ সম্প্রতি অামেরিকা নতুন নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ারউপর৷ তারই পরিপ্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে৷
এ ব্যাপারে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস লিখেছে, রাশিয়ায় অামেরিকার দূতাবাসে কূটনৈতিক কর্মী সংখ্যা কমপক্ষে ৭৫৫ জন কমাতে হবে বলে রাশিয়া নির্দেশ.পাঠিয়েছে৷। এর ফলে রাশিয়া ও অামেরিকার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, অামেরিকার সঙ্গে সম্পর্ক উন্নতি ঘটাতে অপেক্ষা করেছে রাশিয়া। কিন্তু ধৈর্য শেষ হয়ে গেছে। রাশিয়ায় কর্মরত আছেন যুক্তরাষ্ট্রের এক হাজারের বেশি কর্মী। তারা রাশিয়ায় কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। তবে ৭৫৫ জনকে তাদের তৎপরতা, কর্মকাণ্ড বন্ধ করতে হবে। খবরে বলা হয়, কর্মচারীদের বহিষ্কার করার সিদ্ধান্ত শুক্রবার নেওয়া হয়েছিল। পুতিন বলেছেন, তাদের ১লা সেপ্টেম্বরের মধ্যে রাশিয়া ছাড়তে হবে। এই ৭৫৫ জনকে বহিষ্কারের পর রাশিয়ায় থাকা মার্কিন কূটনৈতিক কর্মচারীর সংখ্যা নেমে আসবে ৪৫৫ তে।
উল্লেখ্য, ওয়াশিংটনে থাকা রাশিয়ার দূতাবাসে কর্মচারীর সংখ্যাও ৪৫৫ জন। পুতিন জানান, তিনি আরো পদক্ষেপের কথা চিন্তা করছেন। উল্লেখ্য, ২০১৪ সালে ক্রিমিয়া দখল করা এবং মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের যে অভিযোগ রয়েছে তার জবাবস্বরূপ রাশিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ করে অামেরিকা৷ তারই জেরে এই বহিষ্কার বলে পর্যবেক্ষক মহলের ধারণা৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct