এবার ধর্ষণের অভিযোগ উঠলো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দয়ের বিরুদ্ধে। এক তরুণীকে ধর্ষণের দায়ে তাঁকে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের আশ্রম থেকে গ্রেফতার করে পুলিশ। ইনিই সেই স্বামী চিন্ময়ানন্দ, যিনি অটল বিহারী বাজপেয়ী সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। একই সঙ্গে তিনি রাম মন্দির আন্দোলনেরও এক বড় নেতা। চিন্ময়ানন্দেয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের কলেজে ভর্তি করে দেওয়ার কথা বলে এক বছরেরও বেশি সময় ধরে এক ছাত্রীকে নিয়মিত ধর্ষণ করেছেন। প্রথমে অবশ্য উত্তরপ্রদেশ পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ নিতে চায়নি। পরে সুপ্রিম কোর্টের আদেশে বিশেষ তদন্ত টিম তৈরি করে তদন্তের ভিত্তিতে স্বামী চিন্ময়ানন্দকে গ্রেফতার করে।