ভারতে নিষিদ্ধ করা হচ্ছে ই-সিগারেট। ক্ষতির দিক বিবেচনা করে আগেই পাঞ্জাব, কর্ণাটক, মিজোরাম, কেরালা, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, তামিলনাড়ুর মতো রাজ্যগুলোতে ই-সিগারেট বন্ধ হয়েছে। বুধবার দেশজুড়ে ই-সিগারেট বন্ধের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘তামাকের আসক্তি মোকাবিলার উপায় হিসাবে এটিকে ব্যবহার করা হলেও এই ই-সিগারেট বা বৈদ্যুতিক সিগারেট এখন একটি নেশা হয়ে দাঁড়িয়েছে। শিশুরাও না বুঝে এর প্রতি আসক্ত হয়ে পড়ছে। ই-সিগারেট নিষিদ্ধকরণ এখন থেকেই কার্যকর করা হল। এর অর্থ ই-সিগারেট সম্পর্কিত যে কোনও উৎপাদন, আমদানি/রপ্তানি, পরিবহন, বিক্রয়, বিতরণ, সঞ্চয় এবং বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে।’ এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ১ লক্ষ টাকার বেশি জরিমানা ও এক বছরের কারাদণ্ড হতে পারে। দ্বিতীয়বার একই অপরাধ করলে ৫ লক্ষ টাকা জরিমানা এবং ৩ বছরের কারাদণ্ড হবে অভিযুক্তের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct