আমেরিকাকে হুশিয়ারি দিল ইরান। কোনও ধরনের সামরিক হামলা চালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেবে বলে জানিয়ে দিল ইরান। সুইজারল্যান্ডের মাধ্যমে তেহরান ওয়াশিংটনের কাছে এই হুশিয়ারি বার্তা পাঠিয়েছে।সুইস দূতাবাসে ইরানের পক্ষ থেকে ওই নোট হস্তান্তর করা হয়। সুইস দূতাবাসের মাধ্যমে ইরানের সঙ্গে মধ্যস্থতার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যুক্তরাষ্ট্র। তাই সুইজারল্যান্ডের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তেহরান এই নোট পাঠিয়েছে। সৌদি আরবের দুটি তেল ভান্ডারের ওপর হুথিদের ড্রোন হামলার বিষয়ে আমেরিকা শুরু থেকেই ইরানকে দায়ী করে আসছে। সে পরিপ্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এ হুশিয়ারি বার্তা দেওয়া হল।