অাফ্রিকার কেনিয়ায় শেষ পর্যায়ের প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের প্রাককালে উপরাষ্ট্রপতি উইলিয়াম রুটোর বাড়িতে ধারালো চাপড় নিয়ে হামলা চালিয়েছে এক অাততায়ী। যদিও শনিবার পুলিশ জানিয়েছে, হামলার সময় রুটো ও তার পরিবার বাড়িতে ছিলেন না। তবে তার নিরাপত্তা রক্ষী অাহত হয়েছেন৷
জানা গেছে, অাক্রমণের সময় উইলিয়াম রুটো সপরিবারে ছিলেন পশ্চিমাঞ্চলের শহর এলদোরেটে৷ অাগামী ৮ অাগস্ট শেষ পর্যায়ের ভোট৷
ঘটনার পরপরই বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। একটি নিমার্ণাধীন ভবনে লুকিয়ে থাকা ও দুর্বৃত্তকে গ্রেফতারও করেছে পুলিশ।
ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জোসেফ বোনেট জানিয়েছেন, অাততায়ী কর্মরত এক নিরাপত্তারক্ষিকে চাপড় দিয়ে অাঘাত করে কম্প্লেক্সের মধ্যে ঢোকে৷ তবে অাততায়ী শনাক্ত করে গ্রেফতার করার চেষ্টা চলছে৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct