এনআরসি নিয়ে আগেই চরম হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলিপ ঘোষ। তিনি বলেছিলেন, 'অসমের ধাঁচে পশ্চিমবঙ্গে এনআরসি হবে। তাতে প্রায় দুই কোটি মানুষ বাদ পড়বে।’ এবার দিলিপ ঘোষকে পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের ডাকাবুকো নেতা আরাবুল ইসলাম। তিনি হুঙ্কারের সুরে বলেছেন, ‘এনআরসি নিয়ে দিলিপ ঘোষ পাগলামি করছে। বাংলায় এনআরসি হলে দিলিপ ঘোষকে বাংলাদেশের যশোহর পাঠিয়ে দেব।’ জাতীয় নাগরিক পঞ্জিকরণের আতঙ্কে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার মানুষ ভোটার কার্ড, রেশনকার্ড থেকে আধার কার্ড সংশোধন করার জন্য পঞ্চায়েত অফিস থেকে বিডিও অফিস এমনকি তথ্যমিত্র কেন্দ্রে ছোটাছুটি শুরু করছে। এমন অবস্থায় ভাঙড়ের ২ নং ব্লক অফিসে গিয়ে দেখা যায় ডিজিটাল রেশনকার্ড সংশোধনসহ নতুন করে করার জন্য কয়েক হাজার মানুষের দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছেন বহু মানুষ। একই চিত্র ভাঙড়ের ১ নং ব্লকেও। এর পাশাপাশি ভোটার কার্ড ভ্যারিফিকেশন সহ সংশোধন করার জন্য তথ্যমিত্র কেন্দ্রসহ সাইবার ক্যাফেতে দীর্ঘ লাইন। ভাঙড়ের ব্লক অফিস চত্বরে এক বৃদ্ধা রেশনকার্ড সংশোধন করতে এসে বলেন, ‘বিজেপি নেতারা বলছে বাংলায় এনআরসি হবে আর মুসলিমদের বাংলাদেশে তাড়িয়ে দেবে তাই আমি সব কাগজপত্র ঠিকঠাক করছি। দেখা যাক কি হয়।’ এ বিষয়ে আরাবুল ইসলাম আরও বলেন, 'এনআরসি নিয়ে বিজেপি পাগলামি করছে, তাই মানুষ আতঙ্কিত হয়ে ব্লক অফিসে ছুটে আসছে কাগজপত্র নিয়ে।আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমে প্রতিবাদ মিছিল করে জানিয়ে দিয়েছে বাংলায় দুই কোটি কেন দুইজন মানুষের গায়ে হাত দিয়ে দেখাক।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct