বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি জানিয়ে দিলেন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর একদিন ভারত দখল করে নেবে। কারণ পাকিস্তান নিয়ন্ত্রিত ভারতের অংশ। এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, 'পিওকেতে (পাক অধিকৃত কাশ্মীর) আমাদের অবস্থান আছে, সবসময় ছিল এবং সবসময় স্পষ্টভাবেই থাকবে। পিওকে ভারতের অংশ এবং আমরা আশা করি একদিন এটি আমাদের আয়ত্বে আসবে।’ কাশ্মীর নিয়ে তার আরও সংযোজন, 'জম্মু ও কাশ্মীর নিয়ে মানুষ কী বলছে, তা নিয়ে উদ্বিগ্ন হবেন না। ১৯৭২ থেকেই ভারতের অবস্থান পরিষ্কার।’ ভবিষ্যতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূতে এই নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে আপনারা উত্তর এমনিতেই পেয়ে যাবেন।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct