এবার স্যামসাং ও অ্যাপলের বিরুদ্ধে মামলা হল। বিশ্বের অন্যতম সেরা এই মোবাইল প্রস্তুতকারি সংস্থার কিছু ফোন থেকে অতিরিক্ত মাত্রায় রেডিয়েশন বের হওয়ায় ক্যান্সারের ঝুঁকি বাড়ার অভিযোগ এনে দক্ষিণ কোরিয় ও মার্কিন এ দুই কোম্পানির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরের ডিস্ট্রিক্ট কোর্টে এ মামলা করেন স্যামসাং এবং অ্যাপলের ১৬ জন স্মার্টফোন ব্যবহারকারী।
এই ফোন দুটি থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি মাত্রায় ক্ষতিকর রেডিয়েশন নির্গত হওয়ায় ক্যান্সারসহ বেশকিছু স্বাস্থ্য সমস্যা তৈরি হচ্ছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বজুড়ে স্যামসাং ও অ্যাপলের কোটি কোটি স্মার্টফোন ব্যবহারকারী।সানফ্রান্সিসকোর নর্দান ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার আদালতে মামলার অভিযোগে বলা হয়েছে, কর্তৃপক্ষের নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত পরিমাণে ক্ষতিকর রেডিয়েশন নির্গত হচ্ছে অ্যাপল ও স্যামসাংয়ের স্মার্টফোন থেকে। আরও বলা হয়,ব্যবহারকারীরা এ মাত্রা সম্পর্কে জানলে তারা এ দুই কোম্পানির ফোন ব্যবহার করতেন না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct