পাখির আক্রমণের মুখে পড়ে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সিডনির দক্ষিণে ওলংগং নামের এক শহরে ম্যাগপাই প্রজাতির এক পাখির আক্রমণের মুখে পড়েন ওই সাইকেল আরোহী। বসন্তকালে প্রজনন মরশুমে সাধারণত এই প্রজাতির পাখি আক্রমণাত্মক হয়ে ওঠে। ম্যাগপাই পাখি দোয়েল প্রজাতির। প্রতিবছরই সেপ্টেম্বর ও অক্টোবরে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে। প্রজনন মরশুম হওয়া পাখিগুলো তাদের সন্তানদের জন্য সবকিছুকে হুমকি বিবেচনা করে। এই সময় অস্ট্রেলীয়রা বড় লাঠি নিয়ে বের হয়। বাইসাইকেল চালকরাও মাথায় হেলমেট পড়ে থাকেন। স্থানীয় পুলিশ জানায়, ৭৬ বছর বয়সী ওই ব্যক্তি নিকোলসন পার্কে বাইসাইকেল চালাচ্ছিলেন। এমন সময় ওই পাখি আক্রমণাত্মকভাবে তার দিকে এগিয়ে আসলে পাশ কাটাতে চান তিনি। সেই সময়ই একটি বেড়ার খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পান। হেলিকপ্টারে করে সিডনির সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct