বিশ্বের সবচেয়ে সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড নাকি নিজেদের নিরাপত্তাকর্মীদের প্রাপ্য পাওনা বুঝিয়ে দিচ্ছে না। যে কারণে হুমকির মুখে পড়েছে বিরাট কোহলিদের নিরাপত্তা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ খেলতে ইতিমধ্যে চণ্ডীগড়ে পৌঁছেছে ভারতীয় ক্রিকেটাররা। আজ মোহালির পাঞ্জাব ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচটি। তবে কোহলিরা কোনওভাবে দুঃশ্চিন্তামুক্ত হতে পারছেন না। কারণ তাদের নিরাপত্তা দিতে আপত্তি জানিয়েছে চণ্ডীগড় রাজ্য পুলিশ। বিসিসিআইয়ের কাছে প্রায় ৯ কোটি টাকা পাবে চণ্ডীগড় পুলিশ। তাই এ ম্যাচে ফোর্স দিতে রাজি নয় তারা। বিমানবন্দর থেকে দুই দলের ক্রিকেটার ও স্টাফদের নিরাপত্তা দিয়েছে মোহালি পুলিশ। চণ্ডীগড় পুলিশের হাতে যাওয়ার আগে পর্যন্ত কোহলি-ডি ককদের নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন তারা। ঝামেলাটা শুরু হয়েছে এর পরই। আগের পাওনা পরিশোধ না করায় তাদের নিরাপত্তা দেয়নি পুলিশ। যদিও হোটেলে পৌঁছতে সমস্যা হয়নি ভারতীয়-প্রোটিয়া ক্রিকেটারদের। বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সাহায্যে তাদের টিম হোটেলে পৌঁছে দিয়েছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct