পশ্চিম আফ্রিকার দরিদ্র দেশ ‘গিনি বিসাউ‘য়েতে জন্ম আনসু ফাতির । দেশটি এক সময় পর্তুগিজ উপনিবেশ ছিল। সেখান থেকে পর্তুগালে চলে এসে ফুটবলকেই পেশা হিসেবে নিয়েছিলেন তার বাবা বোরি ফাতি। একটা সময় তার কানে আসে আন্দালুসিয়া নামের এক শহরের কথা, যেখানে গেলে অভিবাসীদের কাজ মিলে। তিনি চলে এলেন সেখানে। পরিবারের আর্থিক দুরবস্থা থাকার কারণে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হয়েছে তাকে। একটা সময় শহরে এসে নিলেন গাড়ি চালানোর কাজ। তারপরে তিনি আশেপাশের শহর হেরেরাতে স্থায়ীভাবে থাকা শুরু করলেন, যেখানে আনসু তার শৈশবের বেশিরভাগ সময় কাটাতেন এবং যেখানে তিনি 'সিডিএফ হেরেরা' এবং সেভিয়া এফসিতে তার ফুটবল প্রশিক্ষণ নেন। ফাতির বড় ভাই ব্রেমা সেভিয়া এফসি'র জন্য সই করেন।তাই ফাতিও ছয় বছর বয়সে তার পরিবার নিয়ে সেভিয়ার হেরেরাতে চলে আসেন। স্থানীয় ক্লাব সিডিএফ হেরেরা এবং সেভিয়ার যুব দলগুলির প্রতিনিধিত্ব করার পরে, তিনি আর তার ভাই একসাথে এক বছর পরে ২০১২ সালে এফসি বার্সেলোনার "লা মাসিয়া" একাডেমিতে ১০ বছর বয়সে যোগদান করেছিলেন।
গত মাসে আনসুর ফাতির বাবা এ বলেন, 'রিয়াল মাদ্রিদ বার্সা থেকে অনেক ভাল চুক্তি অফার করেছিল কিন্তু বার্সা আমাদের বাড়ি গিয়ে তাদের সাথে চুক্তিতে আমাদের রাজি করায়। যখন ফাতি বলেছিল যে তাকে বার্সার মুল একাদশে ডাকা হয়েছে তখন আমি আর আমার স্ত্রী খুশিতে কেঁদে ফেলেছিলাম।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct