শনিবারে সৌদি আরবের তেল ক্ষেত্রের ওপর ড্রোন হামলার ঘটনায় তেহরানকে দায়ী করে আমেরিকা যুদ্ধ শুরুর হুমকি দিল। যদিও ইরান জানিয়েছে, এতে তারা মোটেও আতঙ্কিত নয়। ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেন, ' তার দেশ কোনও মীমাংসাই করবে না যতক্ষণ পর্যন্ত ওয়াশিংটন পারমাণবিক চুক্তি বাতিলের সিদ্ধান্ত না বদলায়।' উপসাগরে যুদ্ধ শুরুর সম্ভাবনা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ শুরু হয়েছে। অস্থিরতা দেখা দিয়েছে জ্বালানি তেলের বাজারে। আমেরিকা বলছে, তারা মোটামুটি নিশ্চিত শনিবার ভোরে সৌদি আরবের দুটো প্রধান তেল ক্ষেত্রে ড্রোন হামলার পিছনে সরাসরি ইরানের হাত ছিল। প্রমাণের জন্য তারা বিভিন্ন স্যাটেলাইট চিত্র এবং অন্যান্য গোয়েন্দা তথ্য প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরানের সংশ্লিষ্টতার পুরোপুরি প্রমাণ পেলে যুদ্ধ শুরু করতেও তিনি পিছপা হবেন না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct