ঢাকার পটুয়াখালীর কলাপাড়ায় তৃতীয় শ্রেনির এক ছাত্রীর মুখে চুমু দেওয়ার ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করলো অভিভাবকরা।অভিযুক্ত প্রধান শিক্ষক আবু সালেহ মোহাম্মদ ইছার বিচার দাবি করে কাংকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী এ বিক্ষোভে অংশ গ্রহণ করে। এ বিষয়ে অভিভাবকসহ বিক্ষোভকারীরা উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তির দাবি জানান। জানা গিয়েছে, উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কাংকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ সকাল ১১টায় ক্লাস চলাকালীন তৃতীয় শ্রেনির এক ছাত্রীকে অফিস রুমে ডেকে নিয়ে আসে। এ সময় ওই শিশুকে স্কুলে না আসার কথা জিজ্ঞেস করে এক পর্যায় শরীরে হাত দিয়ে তার মুখে চুমু দেয় প্রধান শিক্ষক। সেখান থেকে বের হয়ে ওই ছাত্রী তার এক বোনকে বিষয়টি জানায়। ওই বোন শিশুর বাবা মোস্তফা হাওলাদারকে খবর দেয়। স্কুলে পৌঁছে শিশুর কাছ থেকে সব শুনে বিষয়টি নিয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. এনামুল হককে বলেন। তারপর শুরু হয় ঝামেলা।স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. এনামুল হক বলেন, 'শিক্ষককে ডেকে জিজ্ঞেস করলে আমার পা জড়িয়ে ধরে ক্ষমা চায়। এমনকি শিশুর বাবা শ্রমজীবী মোস্তফা হাওলাদারের পা জড়িয়ে ধরে ক্ষমা চান প্রধান শিক্ষক মোহাম্মদ ইছা।' শিশুর বাবা অভিভাবক মোস্তফা হাওলাদার বলেন, 'শিশুরা শিক্ষকদের সন্তানের মতো। আমার মেয়ে দুই দিন স্কুলে যায়নি। এ কারণে রুমে একা ডাইক্কা মুখে চুমা দেয়। আমি এর বিচার চাই।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct