প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অজগর সাপ উপহার দেওয়ার কথা বলে বিপাকে পড়লেন পাকিস্তানের এক অভিনেত্রী পপ সংগীত শিল্পী। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অজগর সাপ উপহার দেওয়ার হুমকি দিয়েছিলেন পাকিস্তানের অভিনেত্রী পপশিল্পী রবি পিরজাদা। মোদিকে হুমকি দেওয়া নিয়ে জোর শোরগোল ওঠায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে পাক সরকারের বন দফতর। মোদিকে বিরল অজগর সাপ উপহার দেওয়ার কথা বলায় তার বিরুদ্ধে বন্য জীবন সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে । এই অভিযোগে রবি পিরজাদাকে দুই থেকে তিন বছরের সাজা ভোগ করতে হতে পারে। একই সঙ্গে ২০ হাজার পাকিস্তানি মুদ্রা জরিমানাও করা হতে পারে।
ফলে চরম বিপাকের মুখে পাক অভিনেত্রী।
ইতিমধ্যে তাঁকে তলব করেছে পাকিস্তানের বন্য প্রাণী অধিকার কর্তৃপক্ষ। এ নিয়ে পাঞ্জাবের বন্য প্রাণী সংরক্ষণ ও উদ্যানের মহাপরিচালক লে. (অব.) সোহেল আশরাফ বলেছেন, আইন অমান্য করার অভিযোগে রবি পিরজাদাকে দুই বছরের সাজা ভোগ করতে হতে পারে। তাঁকে গত শনিবার আইনি নোটিশ পাঠানো হয়েছে।
যদিও অজগর, কুমিরসহ সরীসৃপ প্রাণীকে পোষ্য হিসেবে রাখার অভিযোগ উঠেছে রবি পিরজাদার বিরুদ্ধে। অজগরসহ সরীসৃপ প্রাণীগুলোকে নিজের বিউটি পারলারে রাখতেন ওই পপশিল্পী। বন্য প্রাণীদের এভাবে পোষ্য বানিয়ে রাখা পাকিস্তানের আইনে অপরাধ। আর সে জন্যই বন্য প্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগ তুলে পাঞ্জাব ওয়াইল্ড লাইফ প্রোটেকশন এবং পার্কস ডিপার্টমেন্ট রবি পিরজাদার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল। তার ভিত্তিতেই কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে পাক অভিনেত্রীর বিরুদ্ধে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct