খুবই পরিকল্পনার সঙ্গে বরাবরই এগিয়ে চলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরামর্শদাতা ছাড়া কিছুতেই চলতে চান না মোদি। দেশের বর্তমান পরিস্থিতিতে তিনজনকে প্রধান পরামর্শদাতা হিসেবে নিয়োজিত করছেন মোদি। যে তিনজনকে তিনি পরামর্শদাতা হিসেবে ঠিক করছেন তাদের প্রায় প্রত্যেকেই মোদি ঘনিষ্ঠ বলে পরিচিত। তারা হলেন, পি কে মিশ্র, পি কে সিনহা ও অজিত দোভাল।
কিছুদিন আগে পি কে মিশ্রকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে ও পি কে সিনহাকে মুখ্য পরামর্শক হিসেবে নিয়োজিত করা হয়েছে। এমনকি তাঁদের কাজের পরিধিও ঠিক করে দিয়েছেন। সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দায়িত্ব কী হবে, সেটিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রীর দফতর এক সার্কুলার জারি করে তিনজনের দায়িত্ব নির্ধারণ করে দিয়েছে। মুখ্য সচিব পি কে মিশ্র নীতিনির্ধারণী ইস্যু থেকে শুরু করে আইন মন্ত্রণালয়, পেনশন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি এবং অন্যান্য নিয়োগের বিষয়গুলো দেখবেন। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিবালয় সংক্রান্ত বিষয়, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সভার বিষয়বস্তু তালিকা, দুর্নীতি দমন ইউনিট, প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দেখভাল করবেন তিনি। ফলে, বোঝাই যাচ্ছে মোদি আঁটঘাঁট বেঁধেই এগোতে চাইছেন লম্বা দৌড়ের জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct