মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবছে ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল তা ভাবছে ,এমনই বললেন রাজ্যের আবাসন ও দমকল মন্ত্রী শোভন চট্টপাধ্যায় । শক্রুবার সোনারপুরের জয় হিন্দ হলে দক্ষিন ২৪ পরগনার জেলা প্রশাসনের পরিচালনায় কন্যাশ্রি অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মন্ত্রী । এই অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন জেলা শাসক অয়াই রত্নাকর রাও ,জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ ,বিধায়ক ফিরদউসি বেগম ,পূর্ত ও সাস্থ্য কর্মাধ্যক্ষ আবু তাহের সরদার ,ডঃ তরুন রায় ,সোনারপুর –রাজপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস ,ভাইস চেয়ারম্যান সান্তা সরকার ,বারুইপুর মহকুমাশাসক শামা পারভিন ও আলিপুর মহকুমাশাসক প্রলয় মজুমদার , ক্যানিং মহকুমাশাসক ।এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শোভন চট্টপাধ্যায় আরও বলেন ,২০১১ সালে দায়িত্ব পাবার পর মুখ্যমন্ত্রী কন্যাস্রি চালু করেছিলেন ২০১৩ সালে ,আর প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে কয়েক কোটি টাকা খরচ করে বেটি বাঁচাও চালু করেন ,এতেই বোঝা যায় মমতা থিঙ্কস টুডে ,মোদী থিঙ্কস টুমরো ।মোদী যা করেছেন , কন্যাস্রি তে রাজ্য সরকার আরও দশ গুন এতে বরাদ্দ করেছেন । মুখ্যমন্ত্রী তৎপর হয়েছেন রাজ্যের মেয়েদের জন্য ,মুখ্যমন্ত্রী বলেন পড়া বন্ধ করো না ,আমরা বিপদে পাশে আছি ,কন্যাসির পাশাপাশি খাদ্যসাথি তে ৯ কোটি মানুষ খাদ্য পাচ্ছে । এদিন অনুষ্ঠানে বজ বজ ২ ব্লক ও সোনারপুর রাজ পুর সভাকে পুরস্কৃত করা হয় কন্যাস্রির জন্য । বিভিন্ন বিভাগে কৃতি ছাত্রীদের পুরস্কৃত করা হয় । অনুষ্ঠান গান আবৃতি তে মনোজ্ঞ হয়ে ওঠে । সোনারপুরের পাশাপাশি বারুইপুর ব্লকের পক্ষ থেকে ফুলতলা বি ডি ও অফিস প্রাঙ্গনে কন্যাস্রি দিবস পালন করা হয় ,বিভিন্ন স্কুল ছাত্রীদের পুরস্কৃত করা হয় । উপস্তিত ছিলেন বিডিও সৌম্য ঘোষ ,পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অজয় মাইতি ,সহ সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ অন্যানরা ।
সূত্র: কলম
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct