অসমের পর আপাতত অন্য রাজ্যে কোনো এনআরসি হচ্ছে এমনটাই বলে আসছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু বিজেপি শাসিত হরিয়ানা সরকার ঘোষণা করে দিল সে রাজ্যে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি হচ্ছে। আর এই এনআরসি করার দায়িত্ব দেওয়া হচ্ছে অবসরপ্রাপ্ত বিচারপতির উপর। এ নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর রোববার পাঁচকুলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এইচএস ভাল্লা এবং নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বার সঙ্গে বৈঠক করেন। তারপর সাংবাদিক সম্মেলনে খাট্টার বলেন, হরিয়ানা থেকে অবৈধ অভিবাসীদের বের করে দিতে বিজেপি সরকারের পরিকল্পনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে থেকে হরিয়ানায় এনআরসি শুরু হবে তা নিয়ে কোনো মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী। হরিয়ানার মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সেখানে এনআরসি চালু হলে হরিয়ানা হবে অসমের পর দ্বিতীয় রাজ্য যেখানে জাতীয় নাগারিকপঞ্জি চালু হবে।
উল্লেখ্য, ২০১৩ সালে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে অসমে এনআরসির কাজ শুরু হয়। তখন থেকেই গোটা প্রক্রিয়ার উপরে নজর রাখছে সুপ্রিম কোর্ট। গত ৩১ আগষ্ট এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় বাদ পড়েছে ১৯ লাখ মানুষ। এদের মধ্যে সিংহ ভাগ বাঙালি। আর বাঙালিদের মধ্যে প্রায় ১১ লক্ষ হিন্দু ও ৬ লক্ষ মুসলিম। এছাড়া, প্রায় ৮০ হাজার গোর্খারাও রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct