ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমার প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়া নিয়ে ডাকে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দলে ফেরেন। এতে চরম ক্ষুব্ধ হয়ে তার সমর্থকরা। ট
তাই স্ট্রসবুর্গের বিপক্ষে পিএসজির হয়ে চলতি মৌসুমে প্রথমবার মাঠে নামতেই নেইমারকে ব্যঙ্গ বিদ্রুপের মুখে পড়তে হয় দর্শকদের। যদিও শেষ পর্যন্ত নেইমার দর্শনীয় গোল করে পিএসজিকে জয়ের মুখ দেখান
ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+২) আবদু দিয়ালোর ক্রস থেকে দর্শনীয় ওভারহেড কিকে গোলে পিএসজিকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন তিনি। ঘরের মাঠের দর্শকের ব্যঙ্গের শিকার হওয়ার ঘটনা নেইমারের জন্য নতুন কিছু নয়। এর আগেও এমন অভিজ্ঞতা হয়েছিল তার।
উল্লেখ্য, ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে নেয় পিএসজি। তবে চোটের কারণে গত দুই মরশুমে অধিকাংশ সময় সাইড লাইনে ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। প্রথম মরশুমে ২৮ ম্যাচে ৩০ গোল করেছিলেন নেইমার। গত মরশুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচ মিস করেন তিনি। এর মধ্যে ছিল চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর দুই লেগ। যেটিতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে নাটকীয়ভাবে হেরে ছিটকে যায় পিএসজি। এরপর গত জুনে ব্রাজিলের হয়ে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে আবার চোটে পড়েন নেইমার। ওই চোট তাকে ছিটকে দিয়েছিল কোপা আমেরিকা টুর্নামেন্ট থেকেও। সে সব স্মৃতি ফেলে ফের মাঠ মাতালেন নেইমার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct