আফ্রিকার দেশ কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি হয়েছে। এই নৌকাডুবির ফলে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। রোববার একটি যাত্রীবাহী রাজধানী কিনসাসার দিকে যাচ্ছিল। কিন্তু অতিরিক্ত যাত্রী বাহনের কারণে মালুকু অঞ্চলে নৌকাটি ডুবে যায়। কঙ্গো পুলিশ জানিয়েছে, ৭৬ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ ৩৬ জন। তাদের সলিল সমাধি হয়েছে বলে মনে করা হচ্ছে। । তবে নৌকাডুবির প্রকৃত কারণ নিয়ে কোনো কথা বলেননি পুলিশের মুখপাত্র কর্নেল পিয়েরোট রোমবাউট মনামপুটু।
জানা গেছে আফ্রিকার গরিব প্রধান দেশে কঙ্গোতে সড়ক ব্যবস্থা খুব খারাপ। তাই বিভিন্ন লেক ও নদীপথে যাতায়াত করেন স্থানীয়রা। কিন্তু এসব পথেও দুর্ঘটনা খুব সাধারণ বিষয় হয়ে উঠেছে। অতিরিক্ত যাত্রী বা মাল বহনের ফলে প্রায়ই নৌকাডুবি হয়ে থাকে সেখানে।