কেউ দুঃখ পায়, কেউ হাসে৷ সেই অবস্থা এখন পাকিস্তানে৷ পাক সুপ্রিম কোর্টের রায়ে নওয়াজ শরিফের প্রধানমন্ত্রিত্ব হারানোর ঘটনায় বেজায় খুশি পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান ও প্রেসিডেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) পারভেজ মোশাররফ৷ নওয়াজ শিরফকে পানামা পেপারস কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত করার সুপ্রিম কোর্টের রায়কে ঐতিহাসিক বললেন মোশাররফ৷
সুপ্রিম কোর্টের রায় ঘোষনার পরপর ট্যুইটারে নিজের প্রতিক্রিয়া পোস্ট করেছেন মোশাররফ। মোশাররফ বলেছেন, পাকিস্তানের জন্য শুক্রবার হল ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ১৯৯৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছিলেন এই মোশাররফই। তারপর প্রায় ৯ বছর পাকিস্তানে জারি করেছিলোন একনায়কতন্ত্র। যদিও জনগণের ব্যাপক আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। তারপর নির্বাসনে থাকা পাকিস্তান পিপলস পার্টির প্রধান বেনজির ভুট্টো ও পাকিস্তান মুসলিম লীগের শীর্ষনেতা নওয়াজ শরীফ দেশে ফিরে আসেন। নির্বাচনের আগেই এক প্রচারণা সভায় গুলি করে হত্যা করা হয় বেনজির ভুট্টোকে। যদিও সেই নির্বাচনে ক্ষমতায় আসে পিপিপি। কিন্তু পরের নির্বাচনে বিজয়ী হয়ে নওয়াজ শরীফ হন প্রধানমন্ত্রী। অার একনায়ক পারভেজ মোশাররফ নির্বাসনে যেতে বাধ্য হন৷ এখন তিনি নওয়াজের হাল দেখে বেজায় খুশি।
তিনি বলেন, নওয়াজের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি থাকা দরকার এবং বিদেশে সফরে যেতে দেয়া উচিত নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct