চুরি হয়ে গেল ইতালির নামী চিত্রকর মাউরিঝিও কাত্তেলানের তৈরি ১৮ ক্যারেট খাঁটি সোনার ব্যবহার উপযোগী কমোডটি। যেটা ইংল্যান্ডের ব্লেনহেম প্রাসাদ থেকে চুরি হয়ে গিয়েছে। চুরির ঘটনায় ৬৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অক্সফোর্ডশায়ারে স্মৃতিস্মারক ব্লেনহেম প্রাসাদের টয়লেটে স্থাপিত ব্যবহার উপযোগী সোনার কমোডটির নাম ছিল ‘আমেরিকা’। দর্শনার্থীরা বিনা মূল্যে কমোডটি দেখার সুযোগ পেতেন। একেকজনের জন্য তিন মিনিট করে সময় বেঁধে দেওয়া হতো। বিদ্রূপাত্মক চিত্রকর্মের জন্য ইতালির খ্যাতনামা চিত্রকর মাউরিঝিও কাত্তেলান গত বৃহস্পতিবার শুরু হওয়া তার এক চিত্র প্রদর্শনীতে অন্তর্ভুক্ত ছিল শিল্পকর্মটি। ভোর পৌনে পাঁচটার দিকে কমোডটি চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, কমোডটির দাম ৫০ লাখ মার্কিন ডলার (৪২ কোটি ২৪ লাখ টাকার বেশি)।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct