দেশে এখন সুপার ইমার্জেন্সি চলছে, এভাবে ফের কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে ট্যুইটারে এ নিয়ে মমতা লিখেছেন, আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আসুন আমরা সকলে আমাদের দেশের সাংবিধানিক পরিকাঠামোকে অক্ষুন্ন রাখার অঙ্গীকার নিই। এই সুপার ইমারজেন্সির জমানায় মানুষের সাংবিধানিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য যা যা করতে হবে আমরা তা অবশ্যই করব।
এনআরসি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তল্লাশি অভিযান, পুজো কমিটিকে আয়কর দফতরের নোটিশসহ কেন্দ্রের বিরোধিতা করেন মমতা। এর আগে শনিবারও জাতীয় হিন্দি দিবস উপলক্ষ্যে হিন্দিকে জাতীয় ভাষা করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মতপ্রকাশ করেছেন তার সমালোচনা করে মমতা বলেছিলেন, আঞ্চলিক ভাষাকে সম্মান দেওয়া উচিত। মাতৃভাষাকে কখনওই ভোলা উচিত নয়। উল্লেখ্য, অমিত শাহ বলেছেন, এক দেশ এক ভাষা করার লক্ষ্যে কোনও ভাষা যদি দেশকে ঐক্যবদ্ধ রাখতে পারে, তবে তা হল হিন্দি। অমিত শাহের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলের নেতারা। ইতিমধ্যে অমিত শাহের বিরুদ্ধে দক্ষিণ ভাড়াটে বিক্ষোভ শুরু হয়েছে। কার্নাটাকে মানুষ হিন্দিকে রাষ্ট্র ভাষা করার বিরোধিতায় মানুষ পথে নেমেছে। জনগণনার সমীক্ষা থেকেই দেখা গেছে, দেশে প্রতি ১০ জনের মধ্যে ৬ জনেরই মাতৃভাষা হিন্দি নয়। দেশের মাত্র ৪৩.৬৩ শতাংশ মানুষ হিন্দিতে কথা বলেন। এর পরেই রয়েছে বাংলা। মোট ৮.০৩ শতাংশ মানুষ বাংলায় কথা বলেন। তার পরে রয়েছে অন্যান্য ভাষা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct