শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজায়ী কাশ্মীরে স্কুলশিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রসংঘের প্রতি আহ্বান জানালেন।
মালালার মতে, কাশ্মীরের উপর থেকে ৩৭০ উঠে যাওয়ার পর থেকে নিরাপত্তার অভাবে অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠাচ্ছেন না। আগস্টের মাঝামাঝি স্কুল খুললেও দফায় দফায় কারফিউতে উপত্যকার অধিকাংশ ছাত্রছাত্রীই হাজির হতে পারছে না। তাই ট্যুইট করে শনিবার তিনি বলেন, কাশ্মীরের শিক্ষার্থীরা যাতে নিরাপদে আবার স্কুলে ফিরতে পারে সে বিষয়ে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যেন আলোচনা হয়।
উল্লেখ্য, কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর
লাদাখ ও কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে সংসদে বিল পাস হয়। এই পদক্ষেপের পর নিরাপত্তার কারণে কেন্দ্র কাশ্মীরজুড়ে মোতায়েন করে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। জারি করা হয়েছে নানা বিধিনিষেধ। টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় অনেকেই নিজেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। ৩৯ দিন পর তুলে নেয়া হয় নিষেধাজ্ঞা। স্কুলগুলো খুলে দেয়া হলেও ভয়ে স্কুলে যাচ্ছে না শিশুরা। এ কারণে প্রাইভেট শিক্ষকদের দ্বারস্থ হচ্ছেন অভিভাবকরা। সেই পরিস্থিতির মোকাবিলায় মালালা রাষ্ট্রসংঘের কাছে আর্জি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct