ধর্মের ভিত্তিতে সৃষ্টি হয়েছিল পাকিস্তানের। আর ১৯৭১ সালে ভেঙে দু’ভাগ হয়ে যায় দেশটি। যদি ধর্মভিত্তিক রাজনীতি পাকিস্তানে অব্যাহত থাকে তাহলে ফের বহু খন্ডে বিভক্ত হওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না। যদি পাকিস্তান সন্ত্রাসে সমর্থন দেওয়া বন্ধ করতে না পারে, তাহলে এটা অস্বীকার করা যাবে না যে, এই দেশটি ভবিষ্যতে ফের বিভক্ত হবে। এভাবেই পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শনিবার সুরাটে ‘ভারতীয় বীর জওয়ান ট্রাস্ট’-এর এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
পাকিস্তানের প্রতি সন্ত্রাসে সমর্থন দেওয়া বন্ধ করার আহবান জানিয়ে তিনি বলেন, ইসলামাবাদের সঙ্গে এখন নয়া দিল্লি একটি ইস্যুতেই আলোচনা করবে। তাহল পাক অধিকৃত কাশ্মীর। এর আগে ভারতের সমাজকল্যাণ ও ক্ষমতায়ন বিষয়ক প্রতিমন্ত্রী রামদাস আথাওয়েলে বলেছিলেন, যদি ভারতের সঙ্গে যুদ্ধ এড়াতে চায় পাকিস্তান তাহলে প্রধানমন্ত্রী ইমরান খানের উচিত হবে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের হাতে তুলে দেয়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct