মাঠে ধান খাওয়ার অপরাধে বিষ দিয়ে মারা হল শতাধিক পাখিকে।এই ঘটনা ঘটে বাংলাদেশে। এ ঘটনায় দুপুরে মৃত পাখিগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এই ঘটনায় চাতাল মালিককে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেখানে দেখা যায়, লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট রোডের সিটি রাইস মিল লিমিটেডের সামনে মৃত পাখিগুলো জড়ো করে রেখে পাখি হত্যার বিচার চাই লেখা প্ল্যাকার্ড সাজিয়ে রেখেছেন এলাকাবাসী। সেখানে ২৯টি বাবুই, ২৪টি ঘুঘু, ২টি সারস, কোয়েল ১টি ও ১টি পায়রার মরদেহ ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালমনিরহাট পৌরসভার সুকান দিঘী এলাকায় আবুল কাশেমের চাতাল মিলে শুকাতে দেওয়া ধান খেয়ে ফেলে পাখি। এতে ক্ষিপ্ত হয়ে চাতাল মালিক কিছু ধানে বিষ মিশিয়া করে চাতালের চারদিকে রেখে দেয়। এসব ধান খেয়ে প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির পাখি মারা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct