দেশের জিডিপি কমে যাচ্ছে, তবুও কেন্দ্রীয় সরকার বলছে অর্থনৈতিক অবস্থা চাঙ্গা। এ নিয়ে মনমোহন সিং চরম সমালোচনা করেছিলেন জিডিপি কমে যাওয়ায়। এবার ভারতের জিডিপি বা অর্থনৈতিক প্রবৃদ্ধির হার আশানুরূপ হচ্ছে না বলে মনমোহনের কথায় সিলমোহর দিল আন্তর্জাতিক অর্থ তহবিল সংস্থা আইএমএফ। তারা এক। বিবৃতিতে বলেছে প্রত্যাশানুযায়ী এগোচ্ছে না ভারতের অর্থনীতি। কারণ ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে খারাপ। এই পরিস্থিতির জন্য কর্পোরেট ও পরিবেশগত বিধিবিধানে অনিশ্চয়তা ও কিছু আর্থিক সংস্থার দুর্বলতাকে দায়ী করেছে তারা। গত জুলাইয়ে আইএমএফ বলেছিল, ২০১৯ ও ২০২০ সালে ভারতের বার্ষিক প্রবৃদ্ধি ০.৩% কমে যাবে। যার ফলে বৃদ্ধির হার ঘোরাফেরা করবে ৭-৭.২% এর মধ্যে। তবে এখন আইএমএফ জানিয়েছে, তাদের প্রত্যাশার চেয়েও কম গতিতে এগগোচ্ছে ভারতের অর্থনীতি। তবে ভারত যে বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ স্বীকার করেছে আইএমএফ। তাদের মতে ভারত চিনের থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধির হারে অনেক এগিয়ে আছে। বৃহস্পতিবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে আইএমএফ মুখপাত্র গ্রে রিক সাংবাদিকদের বলেন, আগামীতে আমরা নতুন করে প্রবৃদ্ধির হার নির্ধারণ করবো। কিন্তু এই সময়ে ভারতের প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম। দেশটি অর্থনৈতিক ঝুঁকির দিকে এগিয়ে চলেছে। যদিও ভারতের অর্থনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইএমএফ। উল্লেখ্য, সরকারি তথ্য অনুসারে, চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের কোয়ার্টারে আর্থিক প্রবৃদ্ধি ৫ শতাংশে নেমে আসে। গত সাত বছরের মধ্যে দেশের সবচেয়ে সর্বনিম্ন প্রবৃদ্ধির হার ছিল সেটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct