শরীরে রক্ত থাকতে এ রাজ্যে এনআরসি হতে দেবেন না বলে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এক সমাবেশে এ কথা বলেন মুখ্যমন্ত্রী। নাগরিকপঞ্জি করে রাজ্যের প্রায় দু’কোটি মানুষকে দেশছাড়া করার যে হুমকি দিচ্ছেন বিজেপি নেতারা, তার বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে মমতা বলেন, 'পারলে একজন লোকের গায়ে হাত দিয়ে দেখাও। এজেন্সি কোথায় থাকে আর মানুষ কোথায় থাকে দেখে নেব।' এরইমধ্যে অসমে নাগরিকপঞ্জিতে ১৯ লক্ষ লোকের নাম বাদ পড়েছে। সে প্রসঙ্গে মমতা বলেন, 'অসমে লক্ষ লক্ষ পুলিশ দিয়ে মুখ বন্ধ করতে পারলেও এখানে আমাদের মুখ বন্ধ করা অত সহজ হবে না। এখানে পুলিশ আনলে পাল্টা জবাব দেব।' মমতা প্রশ্ন তোলেন, ' আমি স্বাধীন দেশের নাগরিক। কতবার আমাকে পরাধীন হতে হবে? এখন কেন প্রমাণ দিতে হবে আমি এ দেশের নাগরিক কি না? যারা বাংলায় বাস করেন, তারা বাংলারই নাগরিক। যে যে ভাষায় কথা বলেন, সেটাই তার বৈশিষ্ট্য।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct