বেশ কয়েক বছর ধরে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম অাফ্রিকান দেশ নাইজেরিয়ায় সক্রিয়৷ এবার তারা নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি তেল অনুসন্ধানকারী দলের অতর্কিত হামলা চালাল৷ মঙ্গলবারের বোকো হারামের এই হামলায় কমপক্ষে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে৷ তবে নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে নিহতের সংখ্যা ১০৷
নাইজেরিয়ারউত্তর পূর্বাঞ্চলের বর্নো প্রদেশের মাগুমেরি এলাকায় নাইজেরিয়ান ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন (এনএনপিসি)-এর বিশেষজ্ঞদের একটি দলের উপর এই হামলা চালানো হয়। মাইদুগুরি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিশেষজ্ঞও ছিলেন ওই দলে৷ মাইদুগুরি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মূল অনুসন্ধানকারী দলের অন্তত ৫জন নিহত হয়েছে এই হামলায়। যাদের মধ্যে ২জন বিশেষজ্ঞ এবং একজন গাড়ির চালক রয়েছে। বাকিরা সবাই সেনাসদস্য এবং স্বেচ্ছাসেবক। ইদানিংকালের মধ্যে এটিই বোকো হারামের সবচেয়ে বড় হামলা৷ উল্লেখ্য, ২০০৯ সাল থেকে জঙ্গি সংগঠন বোকো হারাম নাইজেরিয়ায় সক্রিয়৷ অার তাদের মোকাবিলায় নাইজেরিয়া হিমশিম খাচ্ছে৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct