এমন অনেক কারণে খুব কাছের মানুষ আপনার সঙ্গ ত্যাগ করতে পারে। বন্ধু ও আত্মীস্বজনদের মধ্যে আপনি কোণঠাসা হয়ে পড়তে পারেন। আপনার কিছু আচরণের কারণে কাছের মানুষেরাও বিরক্ত হতে পারে। যেগুলির মধ্যে একটি হল দায়িত্ব এড়িয়ে যাওয়া। আপনার সামর্থ্য থাকতেও দায়িত্ব এড়িয়ে যাওয়া সাইকোলজিক্যাল ডিজঅর্ডারের লক্ষণ। আপনার আশেপাশে মানুষ অবশ্যই এই বৈশিষ্ট্যকে ভালো চোখে দেখে না। অনেকেই আছে দায়িত্ব নিতে সাহস পান না।ব্যর্থ হওয়ার ভয়ে থাকেন। হীনমন্যভায় ভোগেন। অনেকে দুশ্চিন্তায় দায়িত্ব নিতে চান না। এতে পরিস্কার, আপনি কারোর পাশে দাঁড়াতে চান না। আপনি নিজের স্বাথ বোঝেন। আপনি ভালো মানুষ নন।একই সঙ্গে কারোর সমালোচনা সহ্য করতে না পারাতেও আপনার চরিত্র ফুটে ওঠে।আসল কথা, কেউই সমালোচিত হতে চায় না। এমন কোনও মানুষ পাওয়া যাবে না, যে সমালোচনায় আঘাত পায় না। কিন্তু কেউ কেউ আছেন, তারা তার সম্পর্কে সামান্য অপ্রীতিকর সত্যটাও শোনার ধৈর্য রাখেন না। তারা যুক্তির ধার ধারেন না। সমস্যাটাকে কমিয়ে আনতে আগ্রহী থাকেন না। কিন্তু আপনি যখন নিজের সম্পর্কে এমন কিছু উপলব্ধি করতে পারবেন, তখন থেকে নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ার কাজ শুরু করুন। এছাড়া অন্যের চেহারা, পোশাক নিয়ে হাসাহাসি করাটাও ভালো মানুষের লক্ষণ নয়। আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা ইচ্ছাকৃতভাবে অন্যকে অপমান করতে ভালোবাসেন। অন্যের কমতি তাদের কাছে বিনোদনের উপকরণ হয়ে দাঁড়ায়। সামনে গোপনে তারা এসব নিয়ে রসালো আলোচনা করেন।এটা আসলে দুই পক্ষের জন্যই ক্ষতিকর। অন্যের এসব আচরণে রাগ সামলানো কঠিন তবে ভালো উপায় হলো এসব আচরণে গুরুত্ব না দেওয়া।পাশাপাশি নেতিবাচক মানুষকে এড়িয়ে চলা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct