কেন্দ্রীয় সরকারের নতুন ট্রাফিক আইন চালু হয়ে গিয়েছে সারা দেশ জুড়ে।মূলত তারপর থেকেই সাধারণ মানুষের নাকাল হওয়ার ঘটনা প্রায় সামনে আসছে। বিষয়টি মাতায় রেখে মোদি সরকারের নতুন ট্রফিক আইন কলকাতায় চালু করবে না বলে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, 'সংসদে যে নতুন ট্রাফিক আইন চালু হয়েছে, আমরা তা মানব না। এ আইন খুব কঠোর। আমরা আমাদের ট্রাফিক নিরাপত্তা কর্মসূচি ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’য়ে বিশেষ জোর দিয়েছি এবং পুলিশ ও অন্যান্যরা দুর্ঘটনা কমাতে সচেষ্ট। দুর্ঘটনার সংখ্যা এরই মধ্যে কমেও এসেছে। আমরা ওই আইন চালু করব না কারণ তা মানুষের ওপর অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়াবে।' তিনি আরও বলেন, 'নতুন ট্রফিক আইন যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ। পাঁচশো টাকা জরিমানার বদলে আপনারা দশ হাজার টাকা জরিমানার প্রস্তাব করছেন। অনেক গরিব মানুষ রয়েছেন। তারা কোথা থেকে এত টাকা পাবেন? টাকা কোনো সমাধান নয়। সমস্যার সমাধান করতে হবে মানবিকভাবে। '