সম্প্রতি অসমে এনআরসির তালিকা প্রকাশের পর সেখানে বিভিন্ন জায়গায় এনআরসির লোগো জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছে অসমের হিন্দু যুব ছাত্র পরিষদ। একই সঙ্গে তারা রাজ্যের প্রত্যেক জেলায় এনআরসি থেকে বাদ যাওয়া হিন্দু পরিবারের পাশে দাঁড়াচ্ছে। এদিন অসমের মাজিলী জেলায় এই সংস্থার সদস্যরা সরাসরি জানিয়ে দিয়েছেন, এনআরসিতে শেষ পর্যন্ত নাম না উঠলেও কোনও হিন্দুকে রাষ্ট্রহীন করা যাবে না। তারা সরাসরি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে চ্যালেঞ্জ জানিয়েছেন। মাজুলী জেলায় খ্রিস্টান মিশনারীদের ধর্মান্তর কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালানোর সময় ওই সংস্থাটির সভাপতি এক প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রায় ১৬০০ কোটি টাকা খরচ করে একটি অসম্পূর্ণ এনআরসির তালিকা তৈরি করা হয়েছে।মূলত হিন্দুদের তালিকা থেকে বাদ দেওয়ার একটি বিরাট চক্রান্ত করেছেন তারা এবং এতে সরকারপক্ষের অনেকেই সহায়তা করেছেন। আমরা এতকিছু বুঝি না এবং বুঝতে চাইও না, ভারতবর্ষ হিন্দুদের রাষ্ট্র, এখানে কোনও হিন্দু বিদেশি হতে পারে না। আমরা এতদিন অপেক্ষা করেছি এবং বারবার তাদের কাছে বলেছি, এনআরসি প্রক্রিয়া শুদ্ধভাবে করা হোক। অথচ শেষমেষ একটি অসমাপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ১৯ লাখ লোকের নাম দেওয়া হয়েছে যার অধিকাংশই হিন্দু।ক্ষমতা থাকলে তাদের দেশ থেকে একবার বের করে দেখান।' তিনি আরও বলেন, ‘আমরা এই তালিকাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছি, সাহস থাকলে ১৯ লাখের তালিকায় থাকা প্রত্যেক ব্যক্তির ধর্মীয় পরিচয় প্রকাশ্যে আনুন। আমি দাবি রেখে বলতে পারি প্রায় ১৪ থেকে ১৫ লাখ হিন্দু এই তালিকায় রয়েছেন।এই ব্যর্থতার সমান দায় রাজ্য এবং কেন্দ্রীয় সরকারেরও।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct