বেশ কিছু বছর ধরে বিশ্বের সবচেয়ে ধনীর তালিকার শীর্ষে ছিলেন মাউক্রোসফট কর্ণধার বিল গেটস৷ এবার সেই তকমা ছিনিয়ে নিলোন অনলাইন বিক্রেতা অ্যামজনের সিইও জেভ বেজস৷ বিল গেটসকে পিছনে ফেলে এখন বিশ্বের শীর্ষ ধনী হলেন জেভ বেজস। তার সম্পদের পরিমান ৯ হাজার কোটি ডলার৷ প্রখ্যাত ফোর্বস ম্যাগাজিন এই তথ্য জানিয়েছে। তবে এই শীর্ষ স্থান কতদিন ধরে রাখতে পারেন বেজস তা নিয়ে সন্দেহ রয়েছে৷ কারণ ফোর্বসের তালিকায় সর্বশেষ বিল গেটসকে টপকেছিলেন স্প্যানিশ রিটেইল জায়ান্ট আমান্সিও ওরতেগা। সেটা ছিল গত বছর। ওরতেগা শুধুমাত্র দু’দিন শীর্ষস্থান ধরে রাখতে পেরেছিলেন।
বৃহস্পতিবার অান্তর্জাতিক বাজার খোলার পর বেজসের মোট সম্পদের পরিমান ছিল ৯ হাজার ৬০ কোটি ডলার। তার ফলে তারর কোম্পানি বিল গেটসের মাইক্রোসফটের থেকে ৫০ কোটি ডলার এগিয়ে যায়৷ উল্লেখ্য, ফোর্বস ১৯৮৭ সাল থেকে বিশ্বজুড়ে কোটিপতিদের সম্পদের তালিকা করা শুরু করে। সেই তালিকায় বিশ্বের শীর্ষ ধনীর তকমা পাওয়া ৭ম ব্যক্তি হলেন জেফ বেজস। বৃহস্পতিবার তার কোম্পানি অ্যামান হঠাৎই শীর্ষে চলে অাসে৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct