মোরগের ডাক থামাতে আদালতে হাজির প্রতিবেশীরা। ভোরে মোরগের ডাকে ঘুম ভেঙ্গে যায় প্রতিবেশীদের। তাই মোরগের ডাকে বিরক্ত হয়ে প্রতিবেশীরা তা থামাতে আদালতে মামলা ঠুকে দিয়েছিলেন। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি বরং উলটো ক্ষতিই হয়েছে প্রতিবেশিদের। ঘটনাটি ঘটেছে ফ্রান্সে।
পশ্চিম ফ্রান্সের রশফোর্টের আদালত রায় দিয়েছেন ‘মরিস’ নামের ওই মোরগের কণ্ঠরোধ করা যাবে না। আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী ওলেরন দ্বীপে নিয়মিত ছুটি কাটাতে যাওয়া অবসরপ্রাপ্ত এক দম্পতি ওই মামলা করেছিলেন। আদালত তাদের মামলা খারিজ করেন পাশাপাশি ক্ষতিপূরণ ও মামলা বাবদ এক হাজার ডলারের বেশি জরিমানা করেছে।
এই মামলা ফ্রান্সে ব্যাপক সাড়া ফেলে। মোরগটির মালিক করিন ফেসে্যাঁ বলেছেন, এর আগে মরিসের ডাক নিয়ে কেউ কোন রকমের অভিযোগ করেনি। তিনি বলেন, এই রায় ‘পুরো ফ্রান্সের গ্রামীণ সংস্কৃতির বিজয়।’ মরিসের ভোরে ডাকার অধিকারকে সমর্থন করে এক লাখ ৪০ হাজার মানুষ এক পিটিশনে সই করেন। ফ্রান্সে গ্রামবাসীদের অভিযোগ, নিরিবিলিতে সময় কাটানোর জন্য শহরের মানুষ গ্রামে এসে বাড়ি কিনছেন; কিন্তু গ্রামে পশুপাখি ডাকবে, পোকামাকড় ঘুরে বেড়াবে- এসব তারা মানতে রাজি নন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct