চন্দ্রযান-২ শেষ মুহূর্তে চাঁদের ভূমিতে নামতে গিয়ে বিচ্ছিন্ন হয়ে গেলেও এখনো আশা করছেন না দেশের মহাকাশ বিজ্ঞানীরা। যদিও চাঁদে নামার শেষ মুহূর্তে চন্দ্রযান-২ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রায় মুষড়ে পড়েছিলেন ইসরোর বিজ্ঞানীরা। তবে এখনও আশা ছাড়তে নারাজ ইসরোর বিজ্ঞানীরা!
উল্লেখ্য, শুক্রবার রাত ১.৩৮ মিনিটে অবতরণের প্রক্রিয়া শুরু হয় চন্দ্রযান-২ এর। চাঁদের মাটি থেকে তখনও ২৮ কিলোমিটার দূরে ল্যান্ডার বিক্রম। ধীরে ধীরে তার গতি কমানো শুরু হয়।
ইসরোর বিজ্ঞানীরা ঘোষণা করেন, চারটি ধাপে বিক্রম নামবে চাঁদের মাটিতে। ১৫ মিনিট ধরে চলবে এই অবতরণ। এ-ও জানানো হয়, সবকিছুই পরিকল্পনা মাফিক এগোচ্ছে। তার পর আরও কয়েক মিনিট। বিক্রম তখনও ২১০ মিটার/সেকেন্ড গতিবেগে চাঁদের দিকে ছুটছে। তার পরেই হোঁচট। শেষমুহুর্তে সংকেত পাঠানো বন্ধ করে দেয় বিক্রম।
রাত ২.২০ মিনিটে ইসরোর চেয়ারম্যান কে শিবন জানান, চন্দ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার পর্যন্ত স্বাভাবিকভাবে চলছিল বিক্রমের অবতরণ প্রক্রিয়া। তার পর যানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
যদিও উৎসাহ জুগিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ইসরোর বিজ্ঞানীদের বলেন, এটা জীবনের উত্থান ও পতন। এটা কম কৃতিত্ব নয়। আমি আপনাদের অভিন্দন জানাই। আগামী দিনেও ভারত মহাকাশে বিক্রম দেখবে। ভবিষ্যতে অভিযান করব। আপনাদের সাহসে দেশ আরও আনন্দ করবে। আপনারা সফল হবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct