এবার অসমের জাতীয় নাগারিকপঞ্জির বিরোধিতা করে রাস্তায় নামল বজরং দল। তাদের দাবি শরণার্থী র প্রমাণপত্র গ্রহণ না করায় লক্ষ্য লক্ষ্য হিন্দু বাঙালির নাম বাদ পড়েছে। ১৯৭১ শাল এর আগে অসমেমে এসে আশ্রয় গ্রহণ করা বহু হিন্দু বাঙালি নাগরিকপঞ্জিতে দাখিল করেছিল শরণার্থীর প্রমাণপত্র। কিন্তু কোর্ডিনেটর প্রতীক হাজলার মনঃপূত হয়নি। তাই খসড়া ছুটদের দাবি আপত্তি দাখিল করার পূর্বে শরণার্থী প্রমাণপত্র হিসেবে বাদ দেয় সুপ্রিমকোর্ট। শরণার্থী প্রমাণপত্র উজান , মধ্য, নিম্ন অসম কোথাও গ্রাহ্য হয়নি। সূত্রে জানা গেছে কোঅর্ডিনেটর প্রতীক হাজেলা নির্দেশ দিয়েছিলেন শরণার্থীর সার্টিফিকেট গ্রাহ্য করা হবে না। অধিকাংশ মানুষের কাছে ১৯৬৪ সালের এই প্রমাণপত্র ছাড়া যার কিছুই নেই। ফলে এরপর ফরেন ট্রাইব্যুনালে এই প্রমাণপত্র গৃহীত হবে কি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নাগরিকপঞ্জির চক্রান্তের বিরূদ্ধে শুক্রবার ১২ ঘণ্টার অসম বনধের ডাক দেয় বজরং দল সহ অন্যান্য কয়েকটি সংগঠন।
বজরং দলের ডাকা ১২ ঘন্টার বনধে বিভিন্ন প্রান্তে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে। বঙ্গাইগাঁও, নালবাড়ি, ধুবড়ি, গোসাইগাওঁতে বনধের প্রভাব পড়ে।
নাগরিকপঞ্জী কোঅর্ডিনেটর প্রতীক হাজেলার বিরুদ্ধেও এফআইআর দাখিল করেছে অসমের কয়েকটি সংগঠন।
উল্লেখ্য, জাতীয় নাগরিকপঞ্জী থেকে বাদ যাওয়া ১৯ লক্ষ মানুষের মধ্যে ৬ লক্ষ মুসলিম বাঙালি ছাড়াও বাদ গেছে ১২লক্ষ হিন্দু বাঙালি। তাই ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অসমে এলে সেদিন ব্ল্যাক ডে বা কাল দিবস পালন করবে অসমের হিন্দু বাঙালি সংগঠনগুলো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct