পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আসামের এনআরসিতে (জাতীয় নাগরিক নিবন্ধন) আমাদের দেশে কোনো প্রভাব পড়বে না। এ বিষয়ে আমাদের এখনই কিছু বলার নেই। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমরা। ১ সেপ্টেম্বর রোববার ঢাকা ক্লাবে আয়োজিত শেখ কামাল স্মৃতি প্রথম সার্ক স্নোকার চ্যাম্পিয়নশিপ-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসামের এনআরসি নিয়ে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না বলে ভারত অঙ্গীকার করেছে। এনআরসি থেকে বাদপড়া নাগরিকরা বাংলাদেশি নয়। ড. মোমেন বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগেই ঢাকা সফর করে গেছেন, এ বিষয়ে তিনি কোনো আলোচনা তুলেননি। সোমবার থেকে শেখ কামাল স্মৃতি প্রথম সার্ক স্নোকার চ্যাম্পিয়নশিপ-২০১৯ শুরু হবে। এর উদ্বোধনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ক্লাবের সভাপতি খায়রুল মজিদ মাহমুদ। বক্তব্য রাখেন বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নোকার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব, টুর্নামেন্ট পরিচালক এ এ ইব্রাহীম কাজু প্রমুখ। টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশগ্রহণ করবে। আগামী শুক্রবার টুর্নামেন্টের সমাপনী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct