মাঝ আকাশে ভেঙে পড়ল ছোট্ট হেলিকপ্টার। আর তার ফলে হেলিকপ্টারের মধ্যে থাকা আরোহীদের প্রায় সবারই প্রাণ গেল। বরাত জোরে একজন গুরুতর আহত হয়ে বেঁচে গেছেন আর একজন নিখোঁজ। ঘটনাটি ঘটেছে
উত্তর ইউরোপের দেশ নরওয়েতে। সেখানে ছোট আকাশপথে হেলিকপ্টার পরিবহনের দায়িত্বে ছিল একটি বেসামরিক সংস্থা হেলিট্রান্স। তাদের এই হেলিকপ্টার ভেঙে পড়লেও কোনো মুখ খুলতে চায়নি কি কারণে এই দুর্ঘটনা ঘটল। যদিও হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। নিখোঁজ রয়েছেন অপর এক ব্যক্তি। শনিবার দেশটির উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এয়ারবাস এএস৩৫০ হেলিকপ্টারটিতে পাইলটসহ ছয় আরোহী ছিলেন। পাইলট ছাড়া বাকি পাঁচজন ছিলেন যাত্রী। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি কিংবা হেলিকপ্টারটি পরিচালনাকারী সংস্থা হেলিট্রান্সের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়নি। যদিও আশঙ্কা করা হচ্ছে যান্ত্রিক গোলযোগেই এই দুর্ঘটনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct