বন্দুবাজদের হাত থেকে মিছুতেই রেহাই পাচ্ছে না আমেরিকার বিভিন্ন শহর।
শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শহর টেক্সাসে বন্দুকধারীর হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। এই হামলা সম্পর্কে টেক্সাস পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, শনিবার এক কিংবা একাধিক ব্যক্তি টেক্সাসের মিডল্যান্ডে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এটি এ মাসে দ্বিতীয় হামলা টেক্সাস শহরে। এর আগে ৩ আগস্ট এক হামলায় ২২ জন নিহত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের নিয়মিতই বন্দুকধারীর গুলিবর্ষণে হত্যার ঘটনা ঘটে। প্রতি ভয়াবহ হত্যাকাণ্ডের পর অস্ত্র আইন কঠোর করার দাবি ওঠে। সমালোচনা হয় অস্ত্র আইন শিথিল করার পক্ষে কাজ করা সংগঠনগুলোর।
সোশ্যাল মিডিয়া ফেসবুকে টেক্সাস পুলিশ কর্তৃপক্ষ জানায়, সন্দেভাজন ওই বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। এই মুহূর্তে কোনও বন্দুকধারী সেখানে নেই। পলিশের সংস্থাগুলো এটি তদন্ত করছে। তবে এই ঘটনার সঙ্গে কোনো জঙ্গি সংযোগ নেই বলে পুলিয়াহের প্রাথমিক ধারণা।
এদিন মিডল্যান্ড পুলিশ জানিয়েছে, আক্রমণকারী বন্দুকধারী ছোটো একটি টয়েটা গাড়িতে করে এসেছিল। আর ওডেশার কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন ডাকবিভাগের একটি গাড়ি চালিয়ে এসেছিল হামলাকারী। একাধিক ব্যক্তি ওই গাড়ি ছিনতাই করে সেখান থেকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।
বন্দুকবাজদের আতঙ্কে ইতিমধ্যে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের পার্মিয়ান বেসিন ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার প্রধান সড়কে যান চলাচল না করার জন্য স্থানীয়দের অনুরোধ করেছে পুলিশ। তবে এই ঘটনা টেক্সাস শহরে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct